বাংলা
নীতির নেতারা নিদান দিলেন--
দেখো কোন দিকে ক' ঘর 'হিন্দু',
ক' ঘর 'মুসলমান'
দেখেছিলে কেউ অন্তর দিয়ে ?
এপারে ওপারে শিরায় শিরায়
বাংলা নাড়ির টান।
'সাহেব'-এর কষা কষাঘাতে হল
'ডিভাইড-এণ্ড-রুল'
কেউ আটকাতে পেরে উঠল না!
হল কী বিষম ভুল!
কাতর বাংলা রইলো তাকিয়ে,
বুক চীরে গেল কাঁটাতার।
দেশ কেটে হল দুই খান,
তবু,
তবু,
হৃদয় গেলনা কাটা তার।