
চেওনা বিদায়, পারবনা দিতে
কোনোদিনও, কক্ষণও;
বুঝি শেষ হ'ল এই পথ?
নতুন দিশায় অদম্য তেজে
আলোয় ভরুক তোমার সফর,
সকলের আগে ছুটুক
তোমার জীবনের জয়রথ ।
ক্ষণিকের সাথী মোর,
সে পথে য'দি বা নাও থাকি পাশে,
অন্তরে খুঁজো— পাবেই আমায়,
বাঁধা পড়ে গেছে একই সাথে যে গো
নিভৃতে হৃদয় ডোর,
একই ছন্দে পোহাবে রাত্রি,
এক সে সূর্য্য আনবে নতুন ভোর।
সারা পৃথিবীকে ব'লে দিও, সাথী,
'আমি একা নই আর,
রয়ে যাব মোরা বন্ধু, স্বজন,
চিরদিন, চিরকাল; অব্যক্ত পরিবার'
জানি আজও তুমি ভাবছো আমায়,
ভাবতে যেমন ফেলে আসা প্রতিদিনে;
সৌহার্দ্যের কাছে, দেখে নিও,
সময় মানবে হার।
পুবালি প্রেমের পরশে
সুহৃদ আসবে ফিরে আমার।

No comments:
Post a Comment
Commenting...
Note: only a member of this blog may post a comment.