ফুটবল
কী নিশ্চিন্তে লাফিয়ে বেড়াস তুই
সারা মাঠ জুড়ে— একাকী লক্ষ্যহারা।
শত শত লোক মেতে ওঠে উল্লাসে,
শত ব্যথা সয়ে ফিরিস যাদের পায়ে
তোকে নিয়ে শুধু ফুটবল খেলে তারা।
পায়ে পায়ে ফিরে মাঠে মাঠে তুই
যতই করুণ কাতর আকুতি তোল,
ওরা কিছুতেই শুনতে পাবেনা,
ওরা গোনে শুধু হার-জিত, আর
ওরা চায় শুধু গোল।
ওরা শুধু জানে— হারাতেই হবে,
বিষম বিষয়ী— বিষে ভরপুর ছাতি।
কে মনে রাখবে কোন্ মাঠে কবে
খেলার নেশায় অবলীলাক্রমে
কোন্ ফুটবলে কে মেরেছে কটা লাথি?
লাখ্ অবহেলা, অশেষ আঘাত
তাও নেই উদ্যমের অভাব তোর?
সাবাস বন্ধু , যারা তোকে নিয়ে খেলে,
উল্লাসে মাতে তোর যাতনার বলে,
তাদের চেয়ে যে তোর ঢের বেশী জোর !
অনেক হয়েছে, সয়েছিস বহু দুঃসহ লাঞ্ছনা,
দোহাই, নিজেকে খুঁজে দেখ এই বেলা।
তোকে নিয়ে ওরা লুটলো অনেক মজা,
এইবার তুই চল ছুটে তোর স্বাধীন লক্ষ্য পথে,
শুরু হোক দেখি খেলা ভাঙবার খেলা।